Excel sheet কিভাবে AutoCAD এ import করতে হয়?
AutoCAD drafting সফটওয়্যার হিসেবে খুবই জনপ্রিয়। অন্যদিকে Microsoft excel রু এবং কলাম অনুযায়ী ডাটা অরগানাইজ করার জন্য খুবই জনপ্রিয়, বলা যায় অপ্রতিদ্বন্দ্বী।আমরা যারা ইঞ্জিনিয়ার আমাদের এই দুটা জিনিসেরই দরকার হতে পারে।
ধরেন আপনি কোন স্ট্রাকচারাল ড্রয়িং করবেন সেটার জন্য ড্রাফটিং সফটওয়্যার হিসেবে অটোক্যাড ব্যবহার করছেন আর সহজে এবং দ্রুত ক্যালকুলেশন এবং ফরমেট সাজানোর জন্য Microsoft Excel ব্যবহার করছেন।
এখন আপনি যখন অটোক্যাড থেকে আপনার ড্রাফট করা ড্রয়িংটি প্রিন্ট বা প্লট করবেন তখন সেই ড্রয়িংয়ে স্ট্রাকচারাল ড্রয়িংটি-ত থাকবেই তার সাথে আপনি যেই BBS টি তৈরি করেছেন Excel এ সেটিও কিন্তু excel থেকে AutoCAD এ নিয়ে আসতে হবে।
এই টিউটোরিয়ালে এটিই দেখব কিভাবে Microsoft Excel থেকে AutoCAD এ আপনার প্রয়োজনীয় ডাটাগুলো নিয়ে আসতে পারেন।
এখানে দুইটি ম্যাথড দেখানো হয়েছে প্রথমে সব থেকে সহজ ম্যাথডটি হচ্ছে
Method 1: excel sheet তৈরি করুন সেখান থেকে প্রয়োজনীয় ডাটা যেগুলো আপনি excel থেকে AutoCAD এ আনতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করুন, তারপর AutoCAD এ পেষ্ট করে দিন।ভিডিও দেখলে আরও ভালভাবে দেখতে পারবেন।
Method 2: AutoCAD এর সাথে Excel ফাইল লিংক করুন, Annotation Tab/Insert Tab>Table> From a data Link (Insert Options)>Create a New Data link>Give a name> Choose the File(which one you want to insert)> Select Sheet & Row/column
Press OK & All set.