রডের গায়ে কি লেখা থাকে 500CW এসব লেখা থেকে কি জানা যায়

রডের গায়ে কি লেখা থাকে 500CW এসব লেখা থেকে কি জানা যায়

রড বা রিইসফোর্সমেন্ট, নির্মাণ কাজের জন্য অপরিহার্য একটি নির্মাণ উপকরণ। রড কিনার আগে বা ব্যবহারের পূর্বে সঠিক রড সঠিক জায়গায় ব্যবহার করা উচিত।আমরা যদি রডের গায়ে ভালভাবে খেয়াল করি তাহলে দেখব, রডের গায়ে কিছু লেখা আছে।বিভিন্ন ধরনের রডে ভিন্ন ভিন্ন ধরনের লেখা থাকতে পারে।এই লেখাগুলো থেকেই রড সম্পর্কে অনেক তথ্য জানা যায়।

রডের গায়ে যে সমস্ত সংকেত থাকে এবং সেগুলো রড সম্পর্কে যে তথ্য দেয় তা নিন্মে দেয়া হও

B = The steel is for reinforcing the concrete
500 = Characteristic Yield Strength is 500 MPa [ MPa= Mega pascal]
C = Ductility class is C i.e. T/Y = 1.15
D = Ductility class is C i.e. T/Y = 1.25
W = The steel is intended for Welding [W বলতে বোঝায় Weldable.]
R = The steel is Ribbed bar
TMT = thermo mechanically treated bar

এই লেখা থেকে রডের গ্রেট কিভাবে বের করা যায়, রডের গায়ে যে লেখা থাকে 400w বা 500wবা 550w এর মানে হচ্ছে mega pascal.
1 MPa = 145 psi [ psi= per pound square inch]
এখানে আর একটি বিষয় উল্লেখ করা দরকার যে ১কেজি = ২.২০৬ পাউন্ড।
এখানে যদি রডের গায়ে ৫০০ লিখা থাকে তাহলে
500 MPa= 500*145 psi = 72,500 psi = 72.5 ksi বা 72.5 গ্রেড
মানে এটি ৭২.৫ গ্রেডের রড

1 Comment

  • thank you for your details.

Leave a Reply to nazmul Cancel reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।