ভবন নির্মাণে কেন পাইলিং করার প্রয়োজনীয়তা এবং বিবেচ্য বিষয়
পাইলিং করতে হয়?
ভবন নির্মাণে আমরা প্রায়ই পাইলিং করতে দেখি।এখন কথা হচ্ছে পাইলিং কেন করতে হয়।মানে ভবন নির্মাণ করতে কেন পাইল করতে হবে।
পাইল করার সুবিধাগুলো নিচে আলোচনা করা হল:-
১) স্থাপনার ঘূর্ণন মোমেন্ট এবং তির্যক ফোর্স প্রতিরোধ করার জন্য
২) নরম মাটি বা বালি ভরাট করা জায়গায় ভার বহন ক্ষমতা বৃদ্ধিতে,
৩) পাইল সহজেই অধিক ভারী স্থাপনার লোড বহন করতে পারে।
৪) ভবনের লোড সমূহ যেমন ডেড লোড, লাইভ লোডসহ অন্যান্য লোড সমূহের চাপে ভবনের নিচের মাটি সরে যাওয়া প্রতিরোধ করে
৫) ভবনের লোডকে নরম বা সংকোচনশীল মাটি বা পদার্থের মধ্য দিয়ে মাটির শক্ত স্তরে পৌঁছে দিতে সাহায্য করে,
৬) ভবনের উচ্চতা বেশি হলে উইন্ড লোড অথবা আর্থকোয়েক লোড প্রতিরোধ করের লক্ষে অনেক সময় পাইলিং করা হয়।এতে করে মাটির অনেক গভীরে ভবনের ভিত্তিকে পৌঁছানো সম্ভব হয়।
৭) ভূমিকম্পের মত প্রতিকুল পরিস্থিতিতে পাইলিং বেশ কার্যকর ফল দেয়। এতে কাঠামো স্থিতিশীল এবং ঝুকিমুক্ত থাকে।
কি কি বিষয় বিবেচনা করে পাইলিং করতে হয়:-
১) মাটির ধরন বা গুণাগুণ
২) নির্মাণ কাজের পদ্ধতি
৩) স্ট্রাকচার থেকে আগত লোডে ধরন
৪) নির্মাণ উপকরণ