AutoCAD Layer এবং Properties বাংলা টিউটোরিয়াল
Layer হচ্ছে স্তর।অটোক্যাডে আপনার ড্র করা বিভিন্ন অবজেক্টকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন লেয়ার তৈরি করে আপনার অবজেক্ট গুলোকে সাজিয়ে রাখতে পারেন।
লেয়ার ব্যবহার করলে একসাথে অথবা দূত সময়ে আপনি সেই লেয়ারে ড্রো করা অবজেক্টগুলো নিয়ন্ত্রণ করতে পারেন।
যেমন একসাথেই আপনি সেই ড্রয়িংয়ে ড্রো করা সবগুলো অবজেক্টের color, line width, line type পরিবর্তন করতে পারবেন।
প্রয়োজন অনুযায়ী লেয়ার অফ করা,ফ্রিজ করা সহ আরও অনেক কিছুই করা যায় লেয়ার টুলটি ব্যবহার করে।
ভিডিওতে বিস্তারিত বর্ণনা কর হয়েছে।
এখানে লেয়ার অপশনের প্রায় সবগুলো আইটেমেরই আলোচনা করা হয়েছে।যেমন: layer create করা, delete করা সহ প্রায় সব কিছু।
লেয়ারের সাথে Properties যেটি অনেকটা লেয়ারের মতই কাজ করে।Layer এবং Propeties কেন ব্যবহার করতে হয় সেটিও আলোচনা করা হয়েছে।