স্ল্যাব এস্টিমেট কিভাবে করতে হয়। সিমেন্ট,বালি এবং কনক্রিটের হিসাব

স্ল্যাব এস্টিমেট কিভাবে করতে হয়। সিমেন্ট,বালি এবং কনক্রিটের হিসাব

আমরা একটি কনক্রিট স্ল্যাবের এস্টিমেট করব।
যে কোন এস্টিমেট করতে আমাদের সেই অবজেক্টি সম্পর্কে ভাল ধারনা নিতে হবে। আর এই ধারনা আমারা পাব ড্রয়িং থেকে। সাধারণত Slab, section এবং Elevation দরকার হয়।
এখানে ধরে নিচ্ছি আমাদের এই স্ল্যাবটির
Length 6′ এবং Width 6′ দেয়া আছে এবং thickness দেয়া আছে ১৮”

তাহলে স্ল্যাবটির ভিজা আয়তন =(৬x৬x১৬) বা ৫৪ সিএফটি
এবার ভিজা আয়তন কে ১.৫৪ দিয়ে গুণ করে শুষ্ক আয়তন বের করতে হবে।
শুষ্ক আয়তন =(৫৪x১.৫৪) বা ৮৩.১৬ ঘনফুট
ভিডিওটিতে এ ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে প্রয়োজনে দেখে নিতে পারেন।

এই স্ল্যাবটির জন্য আমরা M15 Grade এর কনক্রিট ব্যবহার করব।তাহলে কনক্রিটে সিমেন্ট, বালি এবং খোয়ার অনুপাত হবে
অনুপাত =১:২:৪
অনুপাতগুলোর যোগফল=(১+২+৪)বা ৭

সর্বশেষে শুষ্ক আয়তনকে অনুপাতের যোগফল দিয়ে ভাগ করে ভাগফল কে নির্দিষ্ট আনুপাতিক সংখ্যা দিয়ে গুণ করে মালামাল এর পরিমাণ নির্ণয় করতে হবে।

সিমেন্ট =(৮৩.১৬÷৭)x১*.৮০= ৯.৫৪ ~১০ ব্যাগ
বালি = (৮৩.১৬÷৭)x২=২৩.৭৬ সিএফটি
খোয়া=(৮৩.১৬÷৭)x৪=৪৭.৫২ সিএফটি

আপনার মতামত কমেন্ট করে জানান। ধন্যবাদ

1 Comment

  • সিমেন্টের পরিমাণ নির্নয়ের ক্ষেত্রে. ৮০ গুন দিলেন কেন? বুঝিনি!!!প্লিজ বলুন।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।