পর্ব ১: থিসিস সিলেকশন প্রক্রিয়া সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট 

আমরা যেই বিল্ডিংটা এ্যানালাইস করেছিলাম সেটি হচ্ছে BGB TEACHERS QUARTER একটি ১৫ তলা বিশিষ্ট বহুতল ভাবন।

আমরা আমাদের রিসার্চে যে বিষয়গুলো শিখতে চেয়েছিলাম সেগুলো হচ্ছি

• To learn how to prepare plan for residential building.

• To learn how to perform structural analysis by ETABS.

• To ensure safety against seismic force of multi storied building.

• To learn how to design different structural elements of high rise building as per BNBC and ACI codes

কাজের প্রক্রিয়াটি খুবই সিম্পল,প্রথমে কোন কোর প্লানের উপর বা কি ধরনের বিল্ডিং নিয়ে আমরা এ্যানালাইসি করব সেটা সিলেক্ট করতে হবে। আমাদের ক্ষেত্রে আমরা BGB HEAD QUARTER এর প্লানটি ব্যবহার করেছিলাম।আমি বন্ধু কামরুলের কাছ থেকে প্লান কালেক্ট করি।কারণ আমাদের থিসিসের টপিক ছিল শুধু মাত্র ANALYSIS AND DESIGN OF A HIGH RISE BUILDING তাই প্লান আমরা কালেক্ট করি।আমাদের নিজেদের করার প্রয়োজন হয় নি।ডিজাইন এ্যানালাইসিস করার জন্য আমরা ETABS সফ্টওয়ার ব্যবহার করি।আমি ETABS 2015 ভার্সনটি ব্যবহার করেছিলাম।

একটি বিল্ডং ডিজাইন করতে অনেকগুলো বিষয় বিবেচনা করতে হয়, আমরা যেই বিষয়গুলো বিষয়গুলো বিবেচনা করেছিলাম সেগুলো হল:

DESCRIPTION OF THE PROPOSED BUILDING

EARTHQUAKE AND WIND LOADS

STUDY METHOD AND ANALYSIS OF THE BUILDING

DESIGN OF SLAB

DESIGN OF BEAM

DESIGN OF COLUMN

DESIGN OF STAIR

DESIGN OF SHEAR WALL

DESIGN OF WATER

DESIGN OF WATER TANK

এই সিকোয়েন্সের সবগুলো গুরুত্বপূর্ণ প্রক্রিয়াই ভার্সিটির আগের সেমিস্টারগুলোতেই পড়ানো হয়।যেমন: Design of Concrete Structures 1 &2, Reinforced Concrete Fundamentals, Design of concrete structures part –I & II , Structural Analysis & Design Sessional I & II , এই সমস্ত বেরসিক কোর্সগুলোতে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের পড়ানো হয়। থিসিসে ব্যাপারগুলো একত্রিত আকারে করা হয়েছে।

ক্রস চেক করার জন্য আপনারা ETABS এবং হেন্ড কেলকোলেশন করে ভেলো মিলিয়ে দেখতে পারেন।আপনারা ETABS এর মডেল এবং PDF ফাইলটি ডাউন-লোড করে নিতে পারেন এখান থেকে।

Download Etabs Model+Thesis PDF file+প্লান CAD file

কোন কিছু জানার থাকলে অথবা ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন

নোট:

১/ এটি আমার থিসিসের ড্রাফট কপি, নিশ্চই কিছু ভুল আছে

২/ প্লানে কিছু ভুল আছে।প্লান আমি নিজে করিনি, এটা কালেক্ট করা

৩/ থিসিস সম্পর্কে ধারনা নেয়ার জন্য আপনি এই থিসিস এবং মডেলের কপিটি ব্যবহার করতে পারেন।কখনো কোন রেফারেন্স অথবা গাইড লাইন হিসেবে ব্যবহার করা যাবে না।কারন আপনাদের যেই ফাইলটি দেয়া হয়েছে সেখানে ETABS ই অনেকগুলো Warning message দিয়েছে।মানে ডিজানটা পরবর্তিতে কিঞ্চিত আপডেট করা হয়েছিল।

৪/ ব্যক্তিগত ডকুমেন্ট অপব্যবহার করা থেকে বিরত থাকুন।

৫/ এটি সম্পূর্ণ ফ্রি এবং ব্যক্তিগত ব্যাবহারের জন্য উন্মুক্ত।

থিসিস কপি এবং কনটেন্ট শেয়ার করেছেন : হাবিব ভুইয়া

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।