আমি মোঃ হাবিবুর রহমান, হাবিব বর্তমানে একজন পরিবেশ কর্মকর্তা হিসেবে কাজ করতেছি ঢাকা মেট্রো রেল ডিপ এলাকাই । Honors ও masters পরিবেশ নিয়ে পড়াশোনা শেষ করে বাংলাদেশে পরিবেশ গত উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন হুমকি মোকাবেলায় কাজ করতেছি দেশের জন্য । বর্তমানে যে কোন উন্নয়ন প্রকল্প করতে গেলেই সেই প্রকল্পের সামাজিক ও পরিবেশগত প্রভাব নিরূপণ করে পরিবেশ মন্ত্রণালয় এর একটি ছাড়পত্র পেতে হয়। আর এই ছাড়পত্রটি কোন বিদেশি অর্থায়ন পাবার ক্ষেত্রেও প্রযোজ্য হয় । আজ দেশের বড় বড় প্রোজেক্ট মেট্রো রেল, পদ্মা সেতু, এলজিইডি’র ব্রিজ, পায়রা বিদ্যুৎ কেন্দ্র’র মতো বাঘা বাঘা প্রকল্প পরিবেশের উপর গুরুত্ব দিতেছে ।

আমার এই দু বছরের অভিজ্ঞতায় আমি বেশ কটি প্রকল্পের কাজে অংশ নিয়েছি। আমার নিজের মতো করে প্রত্যেকটি বিষয়কে অন্তর্ভুক্ত করে প্রতিবেদনে তুলে ধরতে পেরেছি। প্রভাব নিরূপণের কাজ খুব সাবধানে, মানুষের কল্যাণে, পরিবেশের ভারসাম্য রক্ষার দিক বিবেচনা করে করতে হয় আর এর জন্য প্রয়োজন পরে নিষ্ঠা এবং সামাজিক দায়বদ্ধতার ।

 

হাবিব

পরিবেশ কর্মকর্তা

ঢাকা মেট্রো রেল CP02

habibur.rahaman@eqms.com.bd

2 Comments

  • বর্তমানের মেগা প্রজেক্টগুলো ইনভাইরনমেন্টের উপর ভালগুরুত্ব দিচ্ছে।
    যদি আমি ইনভাইরনমেন্ট সম্পর্কে খুব একটা জানি না,তবে আমার ধারনা আমাদের দেশে ইনভাইরনমেন্টের নিয়ে পড়াশোনা করে কর্মক্ষেত্র খুব একটা বেশি না।

    • বর্তমানে পরিবেশ বিষয়ে বাংলাদেশ অনেক জব আছে, সকল উন্নয়ন প্রকল্প, ওষদ শিল্প ও গার্মেন্টসে অনেক জব আছে ।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।