Windows 11 কিভাবে ইন্সটল করবে, যদি TPM না থাকে তবুওinstall করুন

Windows 11 কিভাবে ইন্সটল করবে, যদি TPM না থাকে তবুওinstall করুন

windows 11 হচ্ছে windows OS এর নতুন সংযোজন। আপনি বিনামূলে windows 10 কে wndwos 11 এ upgrade করে নিতে পারবেন।অথবা নতুন করে boot করেও windwos 11 install করতে পারবেন।

কিছু কিছু ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে অটোম্যাটিক এই আপগ্রেডের কাজি হয় না।এর প্রধান কারণ হচ্ছে windwos 11 এর সিস্টেম রিকয়ারমেন্টের সাথে আপনার কম্পিউটারের কনফিগারেশন মেন না করা।

তাহলে windows 11 এর রিকয়ার্ড কনফিগার কি windows 10 এর তুলনায় বেশি। আসলা তা নয়। windows 11 ইন্সটল করতে তেমন কোন কিশেষ কিছুর প্রয়োহন হয় না।তবে যেই হার্ডওয়্যার বা ডিভাইনটির জন্য উইন্ডোজ ইন্সটল করতে সমস্যা হয় সেটির নাম হচ্ছে TPM বা Trusted Platform Module (TPM) version 2.0
তারপরেও সবার আগে দেখে নিন আসলে উইন্ডোজ ১১ ইন্সট্রল করতে াপনার কম্পিউটারে কনফিগারেশন কেমন থাকা প্রয়োজন
https://docs.microsoft.com/en-us/windows/whats-new/windows-11-requirements

সিকিউরিটি পারপাসে windows 11 এই ডিভাইসটিকে মেন্ডাটিরি করেছে। তবে যদি আপনার কম্পইটারে এই TPM না থাকে তাহলেও কিন্তু আপনি আপনার মেশিনে windows 11 install করতে পারবেন।

বিস্তারিত ভিডিওটিতে দেখি নিতে পারেন।

স্টেপ ১: প্রথম ডাউনলোড করে নিন windwos 11 এর ISO ফাইলটি

স্টেপ ২: ISO file টি ডাউনলোড করার পর Extrack করে নিবেন। extrack করার জন্য extrack করার যে কোন সফটওয়্যার ব্যবহার করতে পারেন। যেমন: Win RAR

স্টেড ৩: এবার setup ফইলে ডাবল ক্লিক করে ইন্টলেশান শুরু করুন।

এভাবে ইন্সটল করবেন।সব সব কিছু স্বাভাবিক ভাবে হয় তাহলেত ভালই।কিন্তু আপনি যদি এই ধরনের কোন প্রবলেম পান তাহলে কি করবেন

This PC doesn’t currently meet Windows 11 system requirements

যদি এই প্রবলেমটি পান তাহলে আপনাকে একটি ফাইল রিপ্লেস করতে হবে। আর সেই ফাইলটি হচ্ছে appraiserres.dll
ডাউনলোড করে নিবেন appraiserres ফাইলটি।

Unzip করে এই ফাইলটিকে Win11_EnglishInternational_x64\sources এই sources এই ফল্ডারের ভিতরে পেস্ট করে দিবেন।
এবার আবার setup ফাইলে ডাবল ক্লিক করে স্টল শুরু করুন।

ইন্সটল করার এবং windwos 11 ব্যবহারের experience শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ

1 Comment

  • its working. windows 11! thank you.

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।