Part 3 AutoCAD 2022 Architectural Plan Tutorial Bangla
- Design Center: Design Center হচ্ছে অটোক্যাড থেকে আপনার ব্যবহার করার জন্য তৈরি করে দেয়া কিছু ড্রয়িং ব্লক। আপনার ড্রয়িয়ে আপনি এগুলো ব্যবগার করতে পারেন। Press Ctrl+2 or command ADC to open the Design Centre.
- Layer:অটোক্যাডে অবজেক্টগুলোকে গুছিয়ে রাখার জন্য লেয়ার বা স্তর ব্যবহার করা হয়।এর সাথে আপনি আপনার পছন্দের যে কোন লেয়ারের অবজেক্টে পরিবর্তন করতে পারবেন।যেমন: Layer Visibility,Locking Layers, Layer Filters, color, Linetyoe, Print
- The MLEADER command in AutoCAD is used to create leader objects. It includes an arrowhead, a leader line or curve, and a horizontal landing. It also consists of a block or multiline text object. It creates a line, which connects it to the dimensioning text.
- Text
- Array:অফসেট এবং কপি কমান্টের কাজই করে Array. এতে একবারেই নির্দষ্টি দূরত্বে আপনার চাহিদা অনুযায়ী, নির্দষ্ট সংখক কপি হবে।
- Dimension: You can create horizontal, vertical, aligned, and radial dimensions with the DIM command. The type of dimension depends on the object that you select and the direction that you drag the dimension line.
AutoCAD ফাইলটি ডাউনলোড করুন