ভূমি জরিপ এর একক এবং জমির হিসাব

ভূমি জরিপ এর একক এবং জমির হিসাব

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমি জরিপের বিভিন্ন রকম হতে পারে।তবে এটা খুবই সামান্য তারতম্য।আমি এখানে যেই হিসাব পদ্ধতিটি দেখাব সেটি হচ্ছে বাংলাদেশ সরকার যেই পদ্ধতি ব্যবহার করেন সেটি।
আসলে জরিপ পদ্ধতিটি তেমন জটিল না। শুধু দৈর্ঘ্য পরিমাপের এককে কনভার্ট করে জমি পরিমাপের এককে নিয়ে আসতে হয়।
ধরেন এটি হচ্ছে একটি জমির দৈর্ঘ্য ৫০ ফুট এবং প্রস্থ ৪০ ফুট।

জমি পেইমাপক, শতক,গন্ডা, হিসব


তাহলে এই আয়তাকার জমির ক্ষেত্রফল=( দৈর্ঘ্য * প্রস্থ)
=৫০*৪০
=২০০০বর্গফুট/ স্কয়ার ফুট
এই জমিটাকেই যদি আমারা জমির একক শতাংশে প্রকাশ করতে চাই তাহলে
শতক/ শতাংশ= (২০০০/৪৩৫.৬০) [১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গফুট]
=৪.৫৯১ শতাংশ
একই ভাবে,
কাঠা= (২০০০/৭২০) কাঠা [১ কাঠা = ৭২০ বর্গফুট]
= ২.৭৭৭ কাঠা
একর= (২০০০/৭২০) [১ একর = ৪৩,৫৬০ বর্গফুট]
=০.০৪৫৯ একর
বিঘা= (৪.৫৯১/৩৩) [১ বিঘা = ৩৩ শতাংশ]
=০.১৩৯১ বিঘা
ঠিক একই ভাবে যে কোন ভূমিকে জমি পরিমাপের এককে পরিবর্তন করে নিতে পারেন।


ভূমি পরিমাপের কনভার্সনগুলো নিচে দেয়া হল:

একর শতাংশে ভূমির পরিমাপ

১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গফুট

৫ শতাংশ = ৩ কাঠা = ২১৭৮ বর্গফুট

১০ শতাংশ = ৬ কাঠা = ৪৩৫৬ বর্গফুট

১০০ শতাংশ = ১ একর =৪৩৫৬০ বর্গফুট

কাঠা পরিমাপ:

১ কাঠা = ৭২০ বর্গফুট/৭২১.৪৬ বর্গফুট

১ কাঠা = ৮০ বর্গগজ/৮০.১৬ বর্গগজ

১ কাঠা = ১.৬৫ শতাংশ

২০ কাঠা = ১ বিঘা

৬০.৫ কাঠা =১ একর

একরের পরিমাপ:

১ একর = ১০০ শতক

১ একর = ৪৩,৫৬০ বর্গফুট

১ একর = ৪,৮৪০ বর্গগজ

১ একর = ৬০.৫ কাঠা

১ একর = ৩ বিঘা ৮ ছটাক ১ একর = ৪,০৪৭ বর্গমিটার

১ শতক = ১ গণ্ডা বা ৪৩৫.৬০ বর্গফুট

বিঘা পরিমাপ:

১ বিঘা = ১৪,৪০০ বর্গফুট /১৪৫২০বর্গফুট

১ বিঘা = ৩৩ শতাংশ

১ বিঘা = ১৬০০ বর্গগজ/১৬১৩ বর্গগজ

১ বিঘা = ২০ কাঠা ৩ বিঘা ৮ ছটাক = ১.০০ একর

কানি একর শতকে ভূমির পরিমাপ

১ কানি = ২০ গণ্ডা

১ গণ্ডা = ২ শতক

১ শতক =২ কড়া

১ কড়া = ৩ কন্ট

১ কন্ট = ২০ তিল

ফুট এর হিসাব

১ কানি = ১৭২৮০ বর্গফুট

১ গণ্ডা = ৮৬৪ বর্গফুট

১ শতক= ৪৩২ বফু

১ কড়া = ২১৬ বফু

১ কন্ট = ৭২ বফু

১ তিল= ৩.৬ বফুবর্গ

গজ/বর্গফুট অনুযায়ী শতাংশ ও একরের পরিমাণঃ

৪৮৪০ বর্গগজ = ১ একর

৪৩৫৬০ বর্গফুট= ১ একর

১৬১৩ বর্গগজ= ১ বিঘা

১৪৫২০বর্গফুট = ১ বিঘা

৪৮.৪০ বর্গগজ = ০১ শতাংশ

৪৩৫.৬০ বর্গফুট= ০১ শতাংশ

৮০.১৬ বর্গগজ= ১ কাঠা

৭২১.৪৬ বর্গফুট = ১ কাঠা

৫.০১ বর্গগজ = ১ ছটাক

৪৫.০৯ বর্গফুট= ১ কাঠা

২০ বর্গহাত = ১ ছটাকা

১৮ ইঞ্চি ফুট= ১ হাত (প্রামাণ সাই) এই একক পরিবর্তনগুলো বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত।

2 Comments

  • Good post

  • অনলাইনে জমির খতিয়ান যাচাই করা এবং খতিয়ানের নকল উঠানো পদ্ধতি কি ?

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।