পর্ব ৪: এ্যাসেট ব্রাউজার
একটি সমপূর্ণ থ্রিডি বিল্ডিং প্রজেক্ট টিউটোরিয়াল দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত
ব্লেন্ডার ৩.০ তে অফিসিয়ালি যুক্ত হয়েছে এ্যাসেট ব্রাউজার। এর সাহায্য কনটেন্ট রি-ইউজ করা যাবে।
যা যা এ্যাসেট ব্রাউজারের সাহায্যে রি-ইউজ করা যাবে, সেগুলো হল:
Objects
Materials
Poses
Worlds
ভবিষ্যতে আরও এ্যাসেট যুক্ত হবে।
তাহলে চলুন এবার দেখি কিভাবে ব্লেন্ডারের জন্য ব্লেন্ডার ফাউন্ডেশন থেকে যেই এ্যাসেট ব্রাউজার বানিয়ে দেয়া আছে সেটা কিভাবে আপনার ব্লেন্ডারের সাথে এড করবেন
ব্লেন্ডার ওয়েব সাইটের এই লিংকে যান https://www.blender.org/thanks/ এখানে সাবর নিচে ডাউন-লোড লিংক থেকে ডাউন-লোড করে নিন ব্লেন্ডার ফাউন্ডেশনের তৈরি করা ডেমো এ্যাসেট ব্রাউজার
এবার এই এ্যাসেট ব্রাউজারকে যুক্ত করতে হবে ব্লেন্ডারের সাথে।যুক্ত করার জন্য Edit > Preferences > File Paths > Asset Libraries
এখানে আপনার ডাউন-লোড করা ফাইলটি সিলেক্ট করে দিন।
ব্যাস কানেক্ট হয়ে গেলো।
এখন আপনি ব্যবহার করতে পারবেন ইচ্ছা মত। যেভাবে প্রযুক্তিবিদের ইউটিউব চ্যানেলে দেখানো হয়েছে