ব্লেন্ডার টিউটোরিয়াল পর্ব ১: অটোক্যাড থেকে আর্কিটেকচারাল প্লান ইন-পোর্ট করুন ব্লেন্ডারে
ড্রাফটিং কাজের জন্য অটোক্যাড হচ্ছে সব থেকে বেশি জনপ্রিয় সফটওয়্যারগুলোর মধ্যে একটি।কিন্তু অটোক্যাড থ্রিডি মডেল তৈরি করার জন্য খুব একটা ব্যবহার করা হয় না।
এই টিউটোরিয়ালটিতে একটি থ্রিডি বিল্ডিং মডেল তৈরি করা হয়েছে। যেখানে এর আর্কিটেকচারাল প্লানটি তৈরি করা হয়েছে অটোক্যাডে, তারপর সেটিকে ইন পোর্ট করে ব্লেন্ডারে আনা হয়েছে, কারণ আমরা ব্লেন্ডারেই থ্রিডি মডেলটি তৈরি করছি।
বিস্তারিত ভিডিওতে দেখানো হয়েছে
সংক্ষেপে যদি বলি অটোক্যাডে থেকে DXF ফাইল হিসেবে প্লানটিকে export করতে হবে।তারপর ব্লেন্ডারে ইনপোর্ট করতে হবে।dxf ফাইল ব্লেন্ডারে ইনপোর্ট করতে হলে ব্লেন্ডারে dxf inport-export Add-onsটি একটিভ করতে হবে, তা না হলে DXF ফাইল ইনপোর্ট করা যাবে না।
এই টিউটোরিয়ালে যেই প্লানটি ব্যবহার করা হয়েছে সেটি ডাউনলোড করুন
নোট: সাধারণত দেখা যায় অটোক্যাডে থেকে DXF ফাইল ইনপোর্ট করলে স্কেল ঠিক থাকে না।প্লানটি আকারে বড় হয়ে যায়।এজন্য আপনাকে ইনপোর্ট করার সময় স্কেল ফ্যাক্টরটি চেঞ্জ করে নিতে হবে।
1 Comment
pura series ta upload koron