সিভিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার
প্রয়োজন ভেদে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করেত হয়।সফটওয়্যার ব্যবহার করার ফলে আমারা আমাদের কাজগুলো সহজে, দূত এবং অনেক নির্ভুল ভাবে কাজটি করতে পারি।তবে নির্ভুলতা অনেকটাই নির্ভর করে আপনি কতটুকু সঠিক তথ্য সফটওয়্যারকে দিচ্ছেন তার উপর।আর আপনি যখন সফটওয়্যারটি সাথে ইউজ-টু হয়ে যাবেন তখনই সহজে এবং দূত কাজই করতে পারবেন।
আপনি যদি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার হন তাহলে এমন কতগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার আছে যেগুলোর কাজ আপনাকে জনাতে হবে।আপনি কাজকে দূত এবং সহজ করা জন্য।
সিভিল ইঞ্জিনিয়ারিং অনেক ব্যাপক একটা বিষয়।বিভিন্ন ধরেনর কাজ সিভিল ইঞ্জিনিয়ারদের করতে হয়।তাই তাদের বিভিন্ন ধরনের সফটওয়্যারও ব্যবহার করতে হয়।
সাধারণত সিভিল ইঞ্জিনিয়ারদের যে সকল সফটওয়্যার ব্যবহার করেত হয়, তার একটি তালিকা নিন্মে দেয়া হল:
১. Drafting/CAD Software: ক্যাড হচ্ছে কম্পিউটার এই-ডেড ডিজাইনিং সফটওয়্যার। এর সাহায্যে কোনও মডেলের বা ড্রয়িং এর ২ডি এবং ৩ডি চিত্র অঙ্কন করা হয়।এই সফটওয়্যারগুলো CAD এছাড়াও CADD হিসাবেও পরিচিত, যা পরিচয় পেয়েছে কম্পিউটার-এ-ডেড ডিজাইন এবং ড্রাফটিং সফটওয়্যার হিসেবে।এই কাজের জন্য কিছু সফটওয়্যার হচ্ছে FreeCAD, AutoCAD, ZWCAD, opensCAD
২. Hydraulic simulation software: এই ধরনের সফটওয়্যারগুরো ব্যবহার হয় estimate water discharge in a specific catchment area, rainfall, landuse, River geometry, manning value, এসবের জন্য।এই কাজের জন্য কিছু সফটওয়্যার হচ্ছে HEC-HMS, HEC-RAS, Flow master
৩. Project Management: এই সফটওয়্যারগুলো প্রকল্প ব্যবস্থাপনার জন্য একটি সময়সূচী তৈরি করা , কাজের জন্য সম্পদ বরাদ্দ করা, অগ্রগতি ট্র্যাক করা, বাজেট পরিচালনা এবং কাজের চাপ বিশ্লেষণ করার জন্য ডিজাইন করা হয়েছে ।এই কাজের জন্য ব্যবহৃত দুটি জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে Microsoft Project, Oracle primavera
৪. Drainage system & storm water software: ঝড় নর্দমা ব্যবস্থাপনার নকশা এবং বিশ্লেষণের জন্য একটি মডেলিং সফ্টওয়্যার। এগুলোর সাহায্যে আপনি ক্যাচমেন্ট রান-অফ, ইনলেট ক্যাপাসিটি এবং নালা এবং পাইপ নেটওয়ার্ক প্রবাহ গণনা করতে পারেন।যেমন: StormCAD, Micro drainage
৫. Hydrology and hydraulic analysis application: এগুলো হচ্ছে comprehensive and easy-to-use decision-support capability for water professionals who design, plan, and operate water distribution systems.এ রকম কিছু সফটওয়্যার হচ্ছে Bentley OpenFlows, Autodesk® Storm and Sanitary Analysis
৬. Water distribution Network: পানি প্রবাহের ইনফ্রাস্ট্রাকচারের জন্য এই ধরেনর সফটওয়্যারগুলো reliable, resource-saving, decision-support application. অগ্নি প্রবাহ এবং পানির গুণমান বিশ্লেষণ থেকে শুরু করে energy cost management এবং পাম্প মডেলিং পর্যন্ত, আপনাকে পানি বিতরণ ব্যবস্থা বিশ্লেষণ, নকশা এবং অপ্টিমাইজ করতে সাহায্য করে। এই জন্য ব্যবহৃত সফটওয়্যারগুলো হল: WaterCAD, EPANET Hydra
৭. Bridge Design and analysis: ব্রিজ ডিজাইন করতে এই সফটওয়্যারগুলো ব্যবহৃত হয় MIDAS Civil, STAAD Pro, CsiBridge, Autodesk Structural Bridge Design, RISA
৮. Surveying Tools: সার্ভেয়িং কাজে ব্যবহৃত সফটওয়্যারগুলো হচ্ছে ArcGIS, X-Pad Survey
৯. Hydrologic Modeling Syste: সম্পূর্ণ হাইড্রোলজিক প্রক্রিয়াগুলি অনুকরণ করার জন্য এই সফটওয়্যারগুলো ডিজাইন করা হয়েছে। সফ্টওয়্যারগুলোতে ইভেন্ট অনুপ্রবেশ, ইউনিট হাইড্রোগ্রাফ এবং হাইড্রোলজিক রাউটিং অন্তর্ভুক্ত রয়েছে। যেমন: HEC-HMS, Basin Characterization Model (BCM)
১০. BIM: বিল্ডিং ডিজাইনের জন্য বিআইএম সফটওয়্যার এখন একটি অপরিহার্য প্রযুক্তি। এটি স্থপতি, প্রকৌশলী, নির্মাণ ব্যবস্থাপক এবং অন্যান্যদের নকশার কাজে ব্যবহৃত হয়। বিআইএম সফটওয়্যার বিভিন্ন আকার এবং আকৃতির হয়ে থাকে।এটি মূলত এভান্স লেভেলের একটি সফটওয়্যার।জনপ্রায় BIM সফটওয়্যারগুলো হলো: Autodesk Revit, Autodesk BIM 360, Tekla BIMsight
১১. Structural Design & Analysis: এই সফটওয়্যারগুলো মূলত বিল্ডিং ডিজাইন এবং এনালইজ করার জন্য এই সফটওয়্যরগুলো ব্যবহৃত হয়। এজন্য ব্যবহৃত সফটওয়্যারগুলো হল: STAAD Pro, SAFE, RISA, ETABS, MIDAS Civil
১২. Office Application: এগোল মূলত ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার নয়।তবে অনেক কাজেই অফিস এপ্লিকেশন ব্যবহার করাত হয়।এই এ্যাপলিকেশনহুলোকে অপরিহার্য বলা যায়।অনেকগুলো অফিস এপ্লিকেশন রয়েছে, যেমন: MS Office, Polaris Office, LibreOffice, WPS Office
১৩. River Analysis: Those software allows the user to perform one-dimensional steady flow, one and two-dimensional unsteady flow calculations, sediment transport/mobile bed computations, and water temperature/water quality modeling. HEC-RAS এই কাজে বেশি জনপ্রিয়।
১৪. Transportation Project: এই সফটওয়্যারগুলো Transport Research এবং এ্যানালাইজ করার কাজে ব্যবহৃত হয়। এর জন্য ব্যবহৃত সফটওয়্যারগুলো হল: Junction9, HY-8
১৫. Modeling Application: বিভিন্ন ধরনের মডেল তৈরি করতে অথবা কোন একটি প্রজেক্টের ভিজুয়াল প্রদর্শনীর জনে এই মডেলিং সফটওয়্যাগুলো ব্যবহৃত হয়। যেমন: Autodesk 3ds Max, Blender, Sketchup
১৬. Road Design and Analysis: রোড ডিজাইন এবং এ্যানাইসিস করার জন্য বহুল ব্যবহৃত সফটওয়ারগুলো হল: OpenRoads Designer, MX road, RoadEng
১৭. Estimating Application: বিভিন্ন ধরনের এস্টিমেট করতে ব্যবহৃত এপ্লিকেশন eTakeoff Dimension, STACK, Easy to pro Estimate
১৮. Fluid Mechanic: এই fluid dynamics simulation সফটওয়্যারগুলোর ইঞ্জিনিয়ার এবং এ্যালিস্টরা ব্যবহার করে to intelligently predict how liquids and gases will perform. ব্যবহৃত সফটওয়্যারগুলো হল Autodesk CFD, Ansys CFX, Flowmaste, HEC-RAS
১৯. Geographic information systems: GIS সফটওয়্যারগুলো ভৌগলিক এবং স্থানিক ডেটা store, retrieve, manage, display এবং analyze করার জন্য ডিজাইন করা হয়েছে।
এই সফটওয়্যারগুলো বিশ্লেষণ এবং উপস্থাপনার জন্য ভৌগলিক তথ্যের মানচিত্র এবং অন্যান্য গ্রাফিক প্রদর্শন করতে সক্ষম। GIS সফটওয়্যরারগুরো হল FLAC3D , Arc GIS, GeoMedia, GeoStudio, PLAXIS
২০. Cost Estimating & Scheduling of construction: কন্সট্রাকশান কাজে Cost Estimating & Scheduling এর জন্য Sage, Synchro cost x, Candy, on screen Takeoff এর মত এপ্লিকেশনগুলো ব্যবহার করতে দেখা যায়।
২১. Light Design: এর জন্য ব্যবহৃত এ্যালিকেশনগুলো হল AGi 32, Relux Pro
২২. Rail design, analysis and modeling: রেল নেটওয়ার্ক ডিজাই, এনালাইজ এবং মর্ডেলিয়ের কাজে ব্যবহৃত হয় Bentley open rail, Civil 3D rail
২৩. Tunnel Design: Tunnel Design এর জন্য বিশেষ ভাবে তৈরি সফটওয়্যারটি হচ্ছে PLAXIS 3D
২৪. Math Software: বিভিন্ন ধরনের ম্যাথম্যাটিক্যাল প্রবলেম সলভডৃ বা ক্যালকুশেলমের জন্য এই সফটওয়্যারগুলো ব্যবহৃত হয়। যেমন: Math CAD, Maple
এমন অনেক প্রয়োজনীয় সফটওয়্যার আছে যেগুলো সিভিল ইঞ্জিনিয়ারদের ব্যবহার কতে হয়।সবগুরো হয়ত এখানে উল্লেখ করা হয়নি। পরবর্তীতে আমরা অন্যান্য সিভিল ইঞ্জিনিয়ারিং এপ্লিকেশন নিয়ে পোষ্ট করব।
2 Comments
এই সফটওয়ার গুলোর জন্য কেমন প্রসেসর প্রয়োজন জানাবেন দয়া করে।
Thanks for sharing this insightful information