Part 2 AutoCAD 2022 Architectural Plan Tutorial Bangla
অটোক্যাড টিউটোরিয়াল পার্ট ১ এ আমরা প্লানটির ওয়ালগুলো তৈরি করেছিলাম। পার্ট ২তে আমরা দেখব দরজা এবং জানালা কিভাবে তৈরি কর যায়। আপনি যদি পার্ট ১ না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন।
Part 1: AutoCAD 2022 Architectural Plan Tutorial
AutoCAD Tutorial Part 2
পার্ট ২ তে যে সকল টুলস নতুন ব্যবহার করা হয়েছে সেই টুল গুলো সম্পর্কে নিন্মে বর্ণনা দেয়া হল
১. Measurement Tool: আপনি যেই ইউনিট সেট করে ড্রয়িং করছেন, সেই সেট আপে অস্থায়ীভাবে মেজারমেন্ট পরিমাপ করার জন্য এই মেজারমেন্ট টুলটি ব্যবহার করা হয়। অটোক্যাড 2020-এ, MEASUREGEOM কমান্ডের নতুন quick Option এর কারণে দূরত্ব পরিমাপ করা আগের চেয়ে দ্রুততর হয়েছে, যা আপনার মাউসকে ঘুরিয়ে দিয়ে 2D Drawing এ পরিমাপ করে দিবে।
২. Design Center: Design Center হচ্ছে অটোক্যাড থেকে আপনার ব্যবহার করার জন্য তৈরি করে দেয়া কিছু ড্রয়িং ব্লক। আপনার ড্রয়িং এ আপনি এগুলো ব্যবহার করতে পারেন। Press Ctrl+2 or command ADC to open the Design Centre.
৩. Rotate: Command: Rotate (Ro Enter)
Rotate command is used to rotate existing drawings with specific angel or base point reference.
- Mirror: The mirror command in AutoCAD is used to create a copy (mirror copy) of the selected object.
- Scale: অবজেক্ট কে ছোট বা বড় করতে ব্যবহৃত হয়। Command: SC
- Draw Order: এই কমান্ডটি ব্যবহার করে আপনি draw order change করতে পারবেন।
Part 2 AutoCAD File টি Download করে করুন