Bangladesh National Building Code BNBC 2020 গেজেটেড
পৃথীবির প্রায় সকল দেশেই নির্মাণ বিধিমালার জন্য নতীমালা রয়েছে।সেটি বিল্ডিং কোড নামে পরিচিত।বিল্ডিং কোডগুলি সরকারী সংস্থা বা আধা-সরকারী সংস্থাগুলি দ্বারা তৈরি করা হয় এবং তারপরে সরকার কর্তৃক সারাদেশে এর প্রয়োগ এবং বাস্তবায়ণ করা হয়।
আমাদের দেশে Bangladesh National Building Code(BNBC) বাস্তবায়নের কাজটি করে থাকে Ministry of Housing and Public Works.
বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) ১৯৯৩ সালে প্রথমবারের মতো ভবন নির্মাণ, নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট মান ধরে রাখার জন্য প্রকাশিত হয়েছিল।কোডটির উদ্দেশ্য হ’ল অর্জনযোগ্য সীমা, জীবন, অঙ্গ, স্বাস্থ্য, সম্পত্তি এবং জনকল্যাণে সুরক্ষার জন্য নকশাগুলি, নির্মাণ, উপকরণের মান, ব্যবহার ও পেশা, অবস্থান এবং ভবনের রক্ষণাবেক্ষণের জন্য ন্যূনতম মান প্রতিষ্ঠা করা।
সর্বশেষ গেজেট আকারে প্রকাশিত বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (BNBC) হচ্ছে ২০২০।যেটি ২০২১ সালের ১১ ফ্রেবুয়ারি গেজেট আকারে প্রকাশ করা হয়।
তার আগে গেজেট আকারে প্রকাশ করা হয়েছিল ২০০৬।এখন থেকে নির্মাণ বিধি হিসেবে BNBC 2020 ব্যাবহার করতে হবে।
Download BNBC 2020 ডাউনলোড করুন Bangladesh National Building Code(BNBC) 2020
6 Comments
Proshanto Kumar Roy, E-mail: proshantok65@gmail.com
Proshanto Kumar, E-mail: proshanotk65@gmail.com
Proshanto Kuma Roy, 2/2 R.K Mission Road, Dhaka-1203, E-mail: proshantok65@gmail.com
Please send me bnbc 2000 in pdf format.
Thanks
২০০০!!!
Suchanda Halder , 2/2 R. K Mission Road, Dhaka-1203, mail: suchanda1989@gmail.com