একটি কন্সট্রাকশান প্রজেক্টে কি ধরনের সফ্টওয়্যার ব্যাবহার হয়

একটি কন্সট্রাকশান প্রজেক্টে কি ধরনের সফ্টওয়্যার ব্যাবহার হয়

একটি কন্সট্রাকশান প্রজেক্ট বা একটি কন্সট্রাকশান কোম্পানি পরিচালনা করতে লেবার থেকে শুরু করা প্রজেক্ট ম্যানেজার বা এমডি পর্যন্ত অনেক ধরনের মানুষ কাজ করেন এবং তাদের কন্সট্রাকশান কাজ চালিয়ে নেয়ার জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে হয়। বিভিন্ন পদবি অনুয়াযী বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যাবহার করা হয়। এই সফটওয়্যারগুলোরও বিভিন্ন অলটারনেটিভ আছে। ব্যাবহার কারি চাইলে তাইলে তার প্রয়োজন অনুযায়ী একই কাজ করতে সক্ষম যে কোন সফটওয়্যার ব্যবহার কতরে পারেন। তবে আমাদের দেশে চাকুরীতে নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তারাই নির্দিষ্ট সফটওয়্যারের নাম উল্লেখ করে দেয়া হয়। যদিও এই সফটওয়্যারগুলোর অলটারন্যাটিভ অনেক ভালো সফটওয়্যার রয়েছি।

Civil Engineering software

নিম্মে কন্সট্রাকশন কাজ পরিচালনা করার জন্য যে ধরনের কাজ সফ্টওয়্যারের মাধ্যমে করা যায় সেই ক্যাটারিতে ভাগ করে সফ্টও্যারগুলোর নাম দেয়া হল:

1. In Management Sector

  • MS Project
  • Primavera  
  • Project Kick Start
  • Smarta

2. For Analysis/Design Purposes

  • ETABS Software  
  • GTS
  • STRAP  
  • Sap 2000
  • Struds
  • NISA
  • Xsteel
  • MicroStation
  • Ansys

3. Modeling

  • ArchiCAD
  • AutoCAD Rivet
  • D Studio MAx
  • PDS  
  • PDMS
  • SP 3D  
  • Tekla Structures
  • Photoshop

4. Water Tanks development

  • ESR GSR

5. Quantity & Estimation

  • QE PRO

6. Geotechnical Purposes

  • Plaxis
  • Geo

7. GPS/GIS

  • Arc View
  • GeoMatics

8. Sewer Modelling

  • Kanal ++
  • Mike Urban
  • InfoWorks ICM

9. Water Distribution Network

  • Aqua ++

10. Highways

  • MX Roads
  • HDM
  • Auto Plotter
  • Heads

11. Green Buildings

  • Ecotect
  • Visual Doe
  • Energy +
  • IES
  • Dialux

12. Drafting

  • Vector Works
  • Maya
  • Rhino PSC
  • Auto Cad

13. Girder Design

  • MIDAS  
  • ADAPT-ABI Offshore

14. Platform Design

  • SACS

15. Foundation Design

  • SAFE
  • STAAD Foundation

এর বাহিরেও বিভিন্ন ধরনের ক্যাটাগরি এবং সফটওয়্যার আছে। এখানে শুধু মাত্র ক্যাটাগরি এবং জনপ্রিয় সফটওয়্যারগুলোর নাম উল্লেখ করার চেষ্টা করা হয়েছে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।