IsDB IT scholarship ফ্রি ট্রেনিং কোর্স
আমার কাছে এরকম অনেকেই জিজ্ঞাসা করেন “ভায়া আপনি কোথা থেকে কোর্স করেছেন?” অথবা বাংলাদেশে কোথায় ভালো Revit, 3Ds Max শিক্ষায়।এধরনের প্রশ্নের কারণে আমি আমার অভিজ্ঞা শেয়ার করছি।কোন প্রচারণার উদ্দেশ্যে নয়।
বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানই বিভিন্ন কোর্সের আওতায় বিভিন্ন সফটওয়ারের উপরে ট্রেনিং দিয়ে থাকে।অনেক প্রতিষ্ঠানই ভাল শিক্ষায়।
তবে আমি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কিছু শিখিনী।আমি একটি প্রতিষ্ঠান থেকেই অনেকগুলো সফটওয়ারের কাজ শিখেছি।এবং বলা যায় তাদের জব প্লেসমেন্ট সেলের তৎপরতাও ইশ্বনীয়।
আমি আসলে একটি IT Scholarship পেয়েছিলাম, যেটি বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশনাল ওয়াক্ফ সংক্ষেপে IDB-BISEW
বর্তমানে এর নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে IsDB-BISEW. বর্তমানে ৪৭ রাউন্ডের আবেদন নেয়া হচ্ছে।
আমি ছিলাম রাউন্ড ১৮ এ।সে অনেক বছর আগের কথা। কিন্তু এখন IsDB-BISEW তাদের শিক্ষায় মান আরও যোগ উপযোগী করেছে।
বর্তমানে ৩ ধরনের প্রার্থীদের জন্য কোর্স চালু করেছে IsDB-BISEW.
#স্নাতক / ফাজিল / মাস্টার / কামিল সহ প্রার্থীদের জন্য
#4 বছরের ডিপ্লোমা সহ প্রার্থীদের জন্য
এবং Vocational Training Programme
আমাদের সময় শুধু স্নাতক / ফাজিল / মাস্টার / কামিল সহ প্রার্থীদের জন্য এবং 4 বছরের ডিপ্লোমা সহ প্রার্থীদের জন্য শুধু আর্কিটেকচারাল এবং সিভিল সিএডি কোর্সটাই চালু ছিল।
সেই সময় আমার 3 ডি ভিজুয়ালাইজেশন এর কাজ শিক্ষার খুব ইচ্ছা ছিল কিন্তু সুযোগ ছিল না।তবে এখন যারা শিখতে চান তারা শিখতে পারবেন।
বর্তমানে যে সকল কোর্স চালু আছে সেগুলো হল:-
#স্নাতক / ফাজিল / মাস্টার / কামিল সহ প্রার্থীদের জন্য
-এন্টারপ্রাইজ সিস্টেম বিশ্লেষণ এবং ডিজাইন-জেইই
-এন্টারপ্রাইজ সিস্টেম বিশ্লেষণ এবং ডিজাইন-সি #
-পিএইচপি এবং ফ্রেমওয়ার্কের সাথে ওয়েব অ্যাপ্লিকেশন বিকাশ
-ডাটাবেস ডিজাইন এবং বিকাশ
-নেটওয়ার্কিং টেকনোলজিস
-গ্রাফিক্স, অ্যানিমেশন এবং ভিডিও সম্পাদনা
#4 বছরের ডিপ্লোমা সহ প্রার্থীদের জন্য
-আর্কিটেকচারাল এবং সিভিল সিএডি
-পেশাদার ওয়েব অ্যাপ্লিকেশন বিকাশ
-নেটওয়ার্ক সিস্টেম প্রশাসক
-3 ডি ভিজুয়ালাইজেশন
এবং Vocational Training Programme
প্রোগ্যামে বিভিন্ন ট্রেডে ছয় মাস (৬) মেয়াদী কারিগরি শিক্ষা প্রদান করছে।
এই কোর্সগুলো সবগুলোই ফ্রি এবং বিশেষ সুবিধা হিসেবে থাকছে
1. মাত্র এক বছর বা তারও কম সময়ে পেশাদার আইটি ক্যারিয়ার অর্জনের সুযোগ
2. ভেন্ডর শংসাপত্রের মাধ্যমে দক্ষতার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করুন
3. Job placement service
4. এবং সব কিছুই ফ্রি
আমাদের সময় প্রতি মাসে ২০০০ টাকা করে দিত এখন দেয় কিনা জানি না।
এবং এ বিষয়ে বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করুন:
https://www.isdb-bisew.org/apply
এখানে গিয়ে apply এ ক্লিক করলে আবেদন করা যোগ্যতা এবং প্রক্রিয়া দেখতে পারেন। তারপর যদি সব কিছু ঠিকঠাক মনে করেন তাহলে ১০০ টাকার বিনিময়ে একটি আবেদন করতে পারবেন।
কোন কিছু জানার থাকলে কমেন্ট করবেন। উত্তর দেয়ার চেষ্টা করব।
বিভাগসমূহ
- AutoCAD টিউটরিয়াল (8)
- Uncategorized (4)
- এস্টিমেটিং (3)
- ক্যাম্পাস (1)
- ক্যারিয়ার (2)
- টিউটরিয়াল (1)
- প্রজেক্ট রিভিউ (3)
- প্রজেক্ট/থিসিস (3)
- ব্লেন্ডার টিউটোরিয়াল (6)
- ম্যাটেরিয়াল্স রিভিউ (5)
- লেখা-পড়া/নির্মাণ বিধি (6)
- সস্ফটওয়্যার/ এ্যাপ (7)
- সিভিল ইঞ্জিনিয়ারিং (11)
- সিভিল কন্সট্রাকশন (7)
- সিভিল ল্যাব/টেস্ট (2)
- সিভিল সার্ভেয়িং (2)
- স্ট্রাকচার (3)
11 Comments
এখন ৪৭ তম রাউন্ড চলে!
হ্যা, এখনত এখনত আমরা অনেক পুরনো হয়ে গেছি।
অাসসালামু অালাইকুম।আপু, মাদ্রাসার ফাজিল পাস ও সনদধারী শিক্ষার্থীরা পরীক্ষায় পাস করলেও নাকি চূড়ান্ত লিস্টে নেই নেই না?
তাছাড়া, রিটেনে পাসকৃত স্টুডেন্টের মধ্যে অানুমানিক কত পারসেন্ট মত পার্থী ভাইভাতে চূড়ান্ত করে স্কলারশিপ দেয়?
আরেকটা প্রশ্ন!আপু।আমি ওয়েব ডিজাইনের কাজ জানি।HTML,CSS,BOOTSTRAP,JAVASCRIPT & JQUERY।
আমি প্রোগ্রামিং শিখতে খুবই আগ্রহী। গ্রাফিক্স ডিজাইন ব্যতিত অন্য কোর্স নিতে পারব? প্লিজ! উত্তর দিলে উপকৃত হব।আল্লাহ! আপনাকে আরও বড় করুক।ধন্যবাদ।
-মাদ্রাসার ফাজিল পাস ও সনদধারী শিক্ষার্থীরা এবং জেনারেল লাইনের মেধে কোন পার্থক্য নেই। শুধু গ্যাজুয়েশন কম্পিলিট অথবা সিলেক্টেড ডিপ্লমা টেকনলজি থেকে পাশ করতে হবে
-কোন পারসেন্স নেই। আসন সংখ্যা যত তত জনকে স্কলার শীপ দিবে।
-আমাদের সময় নিজেদের পচ্ছন্দ করার কোন অপশন ছিল না।মানে IDB এর স্যারেরা সিয়াল ওনুযায়ী যেটার উপর স্কলারশীপ দিকে সেটাই করতে হত।তবে এখন হত চোজ করার অপশান আছে।আমাদের সময় অন্য কারো সাাথে একচেইঞ্জ করার অপশন ছিল।
আপু ফেসবুকে সবাই বলতেছে, আইডিবি নির্ধারণ করে দেয় কোর্স।আর সেটাই নাকি চূড়ান্ত।নট চ্যাঞ্জেবল।সত্যি কি এই রকম?
হ্যা সত্যি। আমাদের সময়ও এরকমই ছিল। আপনি চাইলে স্যারদের রিকুয়েস্ট করতে পারেন।তবে এরকম রিকুয়েস্ট অনেকেই করে তাই স্যাররা বিরক্ত। আর আমাদের সময়ও চেঞ্জ করার অপশন ছিল না।তবে কারো সাথে একচেঞ্জ করার অপশন ছিল।তবে IDB থেকে আপনাকে যেই কোর্সই দেক না কেন, সেটাই দেশ সেরা কোর্স হবে।
IDB te age Lage?
না IDB তে এইজ কোন মেটার না।তবে মুসলিম হতে হবে।
Apu ame 46 round a Architecture & civil a finally selected hoease Akhon next a vlo kisu korte ki ki korte hobe.
শুধু IDB থেকে যে সব ইন্সট্রাকশান দিবে সেগুলো ফলো করলেই হবে।আলাদা ভাবে ভাল কিছু না করলেও চলবে, কারণ খারাপ করলে আইডিবিই আপনাকে বাদ দিবে।
আপু, আমি ১৬ সালে কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা পাশ করেছি। ১৭ সালে বিএসসিতে এডমিশন নিলে টাকার অভাবে স্টপ করে দিয়েছি।
এখন আইডিবি তে কি আমার জন্য সুযোগ আছে?
সুযোগ থাকলে এর জন্য কিভাবে প্রিপারেশন নিব? প্লিয জানাবেন আপু। জাযাকাল্লাহ খায়ের