সার্ভেয়িং এর খুটি নাটি

সার্ভেয়িং এর খুটি নাটি

যে প্রক্রিয়া বা কৌশলের মাধ্যমে ভূ-উপরস্থ বা ভূ-নিম্নস্থ বিভিন্ন বস্তু বা বিন্দুর আপেক্ষিক অবস্থান নির্ণয় করে নকশা বা ম্যাপ প্রণয়ন করা হয়, সে প্রক্রিয়াকে সার্ভেয়িং বা জরিপ বলে।

আসুন জেনে নেই সার্ভেয়িং এর খুটি নাটি
কাজের ক্ষেত্র : সার্ভেয়িং কোনো স্থানের দৈর্ঘ্য, প্রস্থ, অবস্থান,পরিসীমা, ক্ষেত্রফল ইত্যাদি সম্পর্কে অবহিত করে। এছাড়া পরিমাপ গ্রহণের পদ্ধতি, পরিমাপে ব্যবহƒত যন্ত্রপাতি ও কলাকৌশল, বিভিন্ন জরিপ যন্ত্রপাতির ব্যবহারক্ষেত্র,নকশা অঙ্কন করে এতে বিভিন্ন প্রতীক বা সংকেত ব্যবহারের মাধ্যমে বসত বা এলাকার অবস্থান
চিহ্নিতকরণ ও সার্ভেয়িংয়ের আওতাভুক্ত। ভূমির বিভিন্ন তথ্যাদি সম্পর্কে ধারণা, জমির ভাগ-বাটোয়ারা, বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্পের উপযোগী স্থান নির্বাচন, প্রকল্পের জন্য ভূমিবরাদ্দের ব্যয়ের পরিমাণ নিরূপণ, প্রস্তাবিত ইমারত কাঠামো ইত্যাদি সংস্থাপন। ভূমির প্রাকৃতিক অবস্থান, ছোট-বড় বিভিন্ন স্কেলে অঙ্কন করে নকশা অথবা মানচিত্র তৈরিকরণই হচ্ছে সার্ভেয়িংয়ের উদ্দেশ্য। কাজের ক্ষেত্রসমূহ : ফিল্ড ওয়ার্ক, অফিশিয়াল ওয়ার্ক, যন্ত্রপাতির তত্ত্বাবধান ও সমন্বয়। সার্ভেয়িংয়ের শ্রেণী


বিভাগ : জরিপের ধারণা বেশ ব্যাপক; স্থলভাগে ভূমি জরিপ, ভূ- সংস্থানিক জরিপ, কিস্তোয়ার জরিপ, নগর জরিপ, প্রকৌশল জরিপ, সামুদ্রিক জরিপ, শিপ জরিপ, কন্টেইনার জরিপ, জ্যোতিষীয় জরিপ, সামরিক জরিপ, খনি জরিপ, ভূ-তাত্ত্বিক জরিপ, প্রতœতাত্ত্বিক জরিপ, শিকল জরিপ, কম্পাস জরিপ, প্লেন টেবিল জরিপ, থিওডোলাইট জরিপ, ট্যাকোমিটার জরিপ, বিমান আলোকচিত্র জরিপ।

ক্যারিয়ার :কনস্ট্রাকশন সার্ভেয়ার, বাউন্ডারি সার্ভেয়ার, হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার, জিওডিসিস্ট, জিআইএস এনালিস্ট, ফটোগ্রামাট্রিস্ট, ফরেনসিক সার্ভেয়ার, এক্সপার্ট উইটনেস, ইকোলজিস্ট, কোয়ান্টিক সার্ভেয়ার, সিনিয়র সার্ভেয়ার, রেসিডেন্সিয়াল-কমার্শিয়াল- রোরালল্যান্ড সার্ভেয়ার, প্রজেক্ট ম্যানেজার, কস্ট ইঞ্জিনিয়ার, রেল সার্ভেয়ার, ওয়েল সার্ভেয়ার, গ্যাস সার্ভেয়ার, রোডস এ্যান্ড হাইওয়েসার্ভেয়ার, মিনারেল এ্যান্ড ওয়াস্ট ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট
কনসালটেন্সিতে কাজ করার সুযোগ রয়েছে।

কোথায় পড়বেন : বাংলাদেশে সার্ভেয়িংএর উপর উচ্চ শিক্ষার সুযোগ এখনো নেই। আপনি চাইলে কারিগরি শিক্ষা বোর্ড এর আধীনে
Bangladesh Survey Institute, Comilla ও Engineering and Survey Institute, Rajshahi নামে দুইটি এবং বেসরকারী বিভিন্ন ইন্সটিটিউটে এ বিষয়ে পড়ানো হয়।

1 Comment

  • Saved as a favorite, I love your website!

    My web site; vpn 2024

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।