আমারা নির্মাণ কাজে বিভিন্ন গ্রেডের concrete ব্যবহার করে থাকি।
কনক্রিটের গ্রেড কি?

কনক্রিট গ্রেড হচ্ছে কনক্রিটের compressive strength যেটা পাওয়া যাবে ২৮ দিনের মধ্যে। কনক্রিটের মূল উপাদানগুলো হচ্ছে সিমেন্ট,বালি,পাথর, পানি ইত্যাদি। আপনি আপনার স্ট্রাকচারে চাহিদামত স্ট্রেন্থ পাওয়ার জন্য সিমেন্ট,বালি,পাথর, কি অনুপাতে মিশ্রণ করবেন সেটাই হচ্ছে কনক্রিটের গ্রেড।
কনক্রিটের স্ট্রেন্থ বা শক্তি পরিমাপ করা হয় N/mm2 এ। এই শক্তি অর্জন করেত কনক্রিটের প্রায় 28 দিন সময় লাগে।
কনক্রিটের গ্রেডগুলো হতে পারে
M10,M15,M20,M25,M30
এখানে M হচ্ছে “mix”. সিমেন্ট,বালি এবং পাথরের অনুপাত। যে অনুপাতে মিশ্রণ করলে আপনি আপনার চাহিদা অনুযায়ী compressive strength পাবেন।এটিকে অনেক সময় G দ্বারাও প্রকাশ করা হয়।
তাহলে M20 মানে হচ্ছে যেই পরিমাণে সিমেন্ট,বালি এবং পাথরে মিশ্রণ করলে ২০ n/mm2 স্ট্রেস্থ পাওয়ার যাবে। 1N=0.10 KG
কংক্রিটের বিভিন্ন গ্রেডের অনুপাত এবং compressive strength সমূহ:

Ordinary Concrete:
√ M 5 বা 5 N/mm2 বা 725 PSI, Ratio 1:5:10
√ M 7.5 বা 7.5 N/mm2 বা 1087.5 PSI, Ratio 1:4:8
√ M 10 বা 10 N/mm2 বা 1450 PSI, Ratio 1:3:6
√ M 15 বা 15 N/mm2 বা 2175 PSI, Ratio 1:2:4
√ M 20 বা 20 N/mm2 বা 2900 PSI, Ratio 1:1.5:3
Standard Concrete:
√ M 25 বা 25 N/mm2 বা 3525 PSI, Ratio 1:1:2
√ M 30 বা 30 N/mm2 বা 4350 PSI, Mix Design [1:0.75:1.5]
√ M 35 বা 35 N/mm2 বা 5075 PSI, Mix Design [1:0.5:1]
√ M 40 বা 40 N/mm2 বা 5800 PSI, Mix Design [1:0.25:0.5]
এখান আমি যদি কনক্রিটে 20 N/mm2 copressive strength চাই তাহলে M20 গ্রেডের কনক্রিট ব্যাবহার করতে হবে। মানে হচ্ছে সিমেন্টের ,বালি, এগ্রি-গেট 1:1.5:3 অনুপাতে মিশ্রণ করতে হবে।

M20 Grde এর কনক্রিট তৈরি করতে সিমেন্ট বালি এবং পাথর কি পরিমাণে লাগবে
আমরা যদি 1cum concrete তৈরি করতে চাই, তাহলে আমাদের সিমেন্ট বালি এবং পাথর কি পরিমাণে লাগবে সেটার ক্যালকুলেশান একটু দেখা যাক।

আমারা জানি,
Dry volume = wet volumex1.4 to 1.7 wet volume of concrete
Sum of ratio =1+1.5+3=5.5 [M20 grade এর অনুপাতগুলোর যোগফল]
তাহলে এখন 1cum concrete কে dry volume এ রূপান্তর করি,
Dry volume =wet volumex1.57
=1×1.57
=1.57 cum
ম্যাটেরিয়ালের পরিমাণ:
Volume of Cement = (1/5.5)x1.57=0.285 m3 [সিমেন্টের অনুপাত/অনুপাতগুলোর যোগফল x dry volume]
=411 KG [1440KG/m3]
=8 bags [50 kg=1 bag]
Volume of sand= (1.5/5.5)x1.57
=.471 m3
=725.34 KG [1540 kg/m3]
Volume of Stone= (3/5.5)x1.57
=.856m3
=1498 KG [1750 kg/m3]

সিমেন্ট এবং পানির অনুপাত সাধারণত 0.45 থেকে 0.60 ব্যবহৃত হয়। উচ্চ-শক্তি কংক্রিটের জন্য, নিম্ন অনুপাত ব্যবহার করা হয়,
প্রতি ব্যাগ সিমেন্টের জন্য প্রায় 22.5 লিটার বা তার কম পানির প্রয়োজন
তাহলে আমাদের 1cum concrete তৈরি করতে ১৮০ লিটার পানি লাগবে।
কনক্রিটে অন্যান্য উপাদান হিসেবে এ্যাডমিস্কার,সিলিকন ইত্যাদি ব্যবাহৃত হয়ে থাকে।

5 Comments

  • Very Informative for Civil Engineer , Thanks Habib Vy

    • ধন্যবাদ

      • Tnx bondo

        • স্বাগতম

  • ভাল লিখেছ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।